নিজস্ব প্রতিবেদক:
নাটোরে যৌথ বাহিনীর অভিযানে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়ার বাড়ী থেকে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ভোর রাতে শহরের কানাইখালী মহল্লায় তার বাড়ী থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল ইসলাম জানান, দেশব্যাপী যৌথ অভিযান শুরু করেছে আইন শৃংখলা বাহিনী। যৌথ বাহিনীর গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪ টার দিকে শহরের কানাইখালী মহল্লায় এহিয়া চৌধুরীর বাড়ীতে অভিযান চালনো হয়। অভিযানে এহিয়া চৌধুরীর শয়ন কক্ষ থেকে একটি অবৈধ ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে অস্ত্র উদ্ধারের সময় ঘটনাস্থলে বাড়ীর কোন সদস্যকে পাওয়া যায়নি। এ বিষয়ে মামলা দায়ের প্রকৃয়াধীন।