পবিত্র রমজান শুরু থেকে শেষ পর্যন্ত অসহায়- অভুক্ত মানুষের মাঝে নিরবে খাবার বিতরণ করলো নাটোরের এক ব্যাক্তি। তিনি হলেন সমাজসেবক, মানবিক প্রচেষ্টায় নাটোরের প্রতিষ্ঠাতা ও এস আর এ এন্টারপ্রাইজ লিমিটেড নামক আইটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সুবীর বর্ধন মুন।
তিনি পহেলা রমজান থেকে আজ শেষ রমজান পর্যন্ত এই ৩০ দিনে শহরের রেল ষ্টেশন, বাস স্ট্যান্ড সহ বিভিন্ন বস্তিতে প্রায় দশ হাজার পাঁচশ খাবার প্যাকেট বিতরন করেন। তিনি নিজে তার সংগঠনের সহযোগীদের নিয়ে নাটোর শহরের কানাইখালি জেলেপাড়া, রেলওয়ে প্লাটফার্মের কুলি,শ্রমিক, স্টেশন বাজারের পশ্চিমের বস্তি, বড়গাছা হাজীপাড়া, কান্দিভিটা, হাফরাস্তা, উত্তর আলাইপুর সুইপার কলোনির পেছনের বস্তি, চৌকিরপাড়, আলাইপুর ধোপাপাড়া, ফৌজদারিপাড়া, মোহনপুর, ফুলবাগান গুচ্ছগ্রাম, রামাইগাছি, বলারিপাড়া, মিরপাড়া, মল্লিকহাটি, পটুয়া পাড়া, হাজরা নাটোর, নিচাবাজার মাছ কাটা মহিলা শ্রমিক এবং নলডাংগা থানার সেনভাগ লক্ষ্মীকোল তার নিজ গ্রাম, নলডাংগা পৌরসভা এলাকা, ব্রহ্মপুর ইউপি, মাধনগর ইউপি, খাজুরা ইউপি, পিপরুল ইউপি, ও বিপ্রবেলঘড়িয়া ইউপির মোট ৫১৫ টি দরিদ্র পরিবার চিহ্নিত করে, তাদের মাঝে ঈদের দিন সকালে খাবারের জন্য সেমাই, চিনি, আটা, সবজি, লবন ইত্যাদি নিজ হাতে ও স্বেছাসেবকদের মাধ্যমে বিতরন করেন।
করোনার প্রভাবে আগে থেকেই তিনি ও তার স্বেছাসেবকরা বিভিন্ন এলাকার সকল শ্রেনীর মানুষের প্রায় দুই হাজার বাড়িতে গিয়ে স্বচেতনতা মুলক লিফলেট ও সাবান বিতরণ করেন এছাড়াও প্রতিদিনের ন্যায় আজকে শেষ রমজানে নাটোর শহরের বিভিন্ন এলাকায় রান্নাকরা ৪৯৫ জনের খাবার পৌছে দিয়েছেন তার স্বেছাসেবকদের সাথে নিয়ে। নাটোর রেল স্টেশনের ভাসমান মানুষ ও আশেপাশের বস্তিবাসী ১৮০ জনকে সাথে নিয়ে তাদের সাথে রেল লাইনে বসে ইফতার করে অন্য ধর্মের মানুষ হয়েও দৃষ্টান্ত স্থাপন করলেন।
তিনি ধর্ম বিভেদ নয়, মানবতা নামক ধর্মকে সরার আগে মূল্যায়ন করেন, আর এটাই তার ধর্ম। তার এই মানব সেবার গভীরে গিয়ে জানা যায়, তার বাবা সাবেক আওয়ামীলীগ নেতা মৃত অলক বর্ধন, বড়ভাই ডাঃ অসিত বর্ধন, তার নিজ নিজ ক্ষেত্রে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করে আসছেন। তিনি নিজে স্বল্প আয়ের মানুষ হয়েও নিজ সাধ্যমত সকল সময় অসহায়- অভুক্ত মানুষের পাশে তার সাধ্যমতো থাকতে চান। এছাড়াও অভুক্ত মানুষের খোজ পেলেই চাল ডাল সবজি নিয়ে তার কাছে ছুটে যাওয়ার কার্যক্রম চলমান রেখেছে তাদের সংগঠনটি ও সংগঠনের স্বেছাসেবকরা।