নাটোরে বিএনপি ও তার অঙ্গসংগঠনের রাজনৈতিক হত্যা ও নির্যাতনের শিকার ৩৫ পরিবারের মাঝে নগদ ৫ হাজার টাকা করে বিতরণ করেছে জেলা বিএনপি। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে দলের নেতারা এই অর্থ বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক, আহবায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ ,জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন। অনুষ্ঠানে ঢাকা থেকে মোবাইল ফোনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
এ সময় দুলু বলেন, ক্ষমতাসীন দলের নেতা-কর্মিরা দেশের এই দূর্যোগ মুহুত্বে ত্রান লুটপাট করে চলেছে। তারা এই সময়েও বিএনপি নেতা-কর্মিদের ওপর অন্যায় অত্যাচার করেই চলেছে। বিএনপি নেতা-কর্মিরা অসহায় দূঃস্থ মানুষের পাশে দাঁড়াতে গেলেও পুলিশী হয়রানীর শিকার হতে হচ্ছে। আওয়ামীলীগ নেতারা তাদের দলের লোকদের ত্রাণ দিয়ে সহযোগীতা করছে। বিএনপি সমর্থকদের তারা কোন ত্রান দিচ্ছেনা।