নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে ৯৬৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৫। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন সেট, পাঁচটি সিম কার্ড, দুটি মেমোরি কার্ড ও ইয়াবা বিক্রির ৪ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়। সোমবার রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুমারখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো- গুরুদাসপুর উপজেলার বদায়নপুর গ্রামের আফসার আলীর ছেলে জাহিদুল ইসলাম হায়দার (৩৮) ও সিংড়া উপজেলার মহিষমারি কাচারীপাড়া গ্রামের খলিল ফকিরের ছেলে রবিউল ইসলাম (৩০)।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি রাজিবুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর র্যাবের একটি টিম কুমারখালী গ্রামে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে জাহিদুল ও রবিউলকে আটক করা হয়।পরে তাদের দেহ তল্লাশি করে ৯৬৮ পিস ইয়াবা, তিনটি ফোন সেট, পাঁচটি সিম, দু’টি মেমোরি কার্ড ও ইয়াবা বিক্রির ৪ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছে, তারা ইয়াবা বিক্রির উদ্দেশে সেখানে অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।