নিজস্ব প্রতিবেদক:
সারা দেশের মতো নাটোরেও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় স্থানীয় শংকর গোবিন্দ চৌধুারী স্টেডিয়ামে এই শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। শপথথ গ্রহন অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ সকল সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এর আগে বিকেল সাড়ে তিনটা থেকে নাটোর শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে বাদ্যযন্ত্র, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি সহযোগে অংশগ্রহনকারীবৃন্দ দলগতভাবে আসতে শুরু করে। প্রায় তিন হাজার মানুষের সরব উপস্থিতিতে ষ্টেডিয়াম উৎসবের আমেজ লাভ করে। শপথ গ্রহনকারী সকলেই জাতীয় পতাকা হাতে শপথ বাক্য পাঠ করেন।