নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে শহীদ জননী জাহানারা ইমামের ২৮তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার শহরের কান্দিভিটা জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে মৌলবাদ ও সা¤প্রদায়িকতার বিরুদ্ধে শহীদ জননী জাহানারা ইমামের আন্দোলন শীর্ষক “আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন একাত্তর ঘাতক দালাল নির্মূল কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাধারণ সম্পাদক কাজী মুকুল, সহ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান,একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নাটোর জেলা সভাপতি উমা চৌধুরী জলি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখসহ নেতৃবৃন্দ। আলোচনা সভায় ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি শাহরিয়ার কবির শহীদ জননী জাহানারা ইমামের ভূমিকার কথা স্মরণ করেন। সেই সাথে তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের কোন হুমকি আর সহ্য করা হবে না। ২০২৩ সালে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বর্তমান আওয়ামী লীগকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে। এ নির্বাচন নির্বাচন কমিশনের ব্যবস্থা অনুযায়ীই হবে। নির্বাচনকে বানচাল করার যারা ষড়যন্ত্র করছে তাদের প্রতিহত করার আহবান জানান তিনি।