নাটোরে আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার নাটোর প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। নাটোর প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সুবিদ কুমার মৈত্র অলোক, অধ্যাপক মুজিবুল হক নবী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাপ্পী লাহিড়ী, সাবেক সভাপতি রনেন রায়, প্রবীণ সাংবাদিক সেদরুল হুদা ডেভিড, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওহাব, জেলা আওয়ামী লীগের নেতা সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু ও সংগঠনিক সম্পাদক দীলিপ দাস প্রমুখ।
আলোচনা সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, শুধু ’৭১ এর ১৪ ডিসেম্বর নয় ২৫ ডিসেম্বর কালরাত্রি থেকে শুরু করে ’৭১ পরবর্তী সময়েও পাকিস্থানের দোসররা বুদ্ধিজীবীদের হত্যা করেছে। স্বাধীন বাংলাদেশ সৃষ্টির ঊষালগ্নে দেশকে মেধাশূন্য করতে নীলনকশা প্রনয়ণ করে এদেশের সূর্য সন্তানদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এসব বুদ্ধিজীবী হত্যার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা যায়নি।
এ সময় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন,বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার করেছে। ক্রমান্বয়ে বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। অপরদিকে সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মোমবাতি মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।