নাটোর প্রতিনিধি: নাটোরে শহীদ মিনারে স্টেজ বানিয়ে জুতা পায়ে সম্মেলন করলেন দিঘাপতিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ মিনারে জুতা পড়েই সকল নেতা কর্মিরা সহ নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না আহমেদ এবং জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় , করোনা কালিন সময়ে স্বাস্থ্যবিধি না মেনেই নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়েনর উত্তরা গণভবন সংলগ্ন শহীদ মিনারে বিশাল স্টেজ বানিয়ে শহীদ মিনারের স্তম্ভ ঢেকে ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠান চলছে। এ সময় সম্মেলনে স্টেজে উপস্থিত সবার পায়েই জুতা বা সেন্ডেল রয়েছে। কোনও রকম শ্রদ্ধার বালাই নেই। বিজয়ের মাসে শহীদ মিনারের এমন অবমাননা দেখে উপস্থিত অনেকেই বিস্ময় প্রকাশ করেন।
এ বিষয়ে সম্মেলনে উপস্থিত জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলিপ কুমার দাস সম্মেলন অনুষ্ঠানে উপস্থিতির কথা স্বীকার করে বলেন , শহীদ মিনারে অনুষ্ঠান হচ্ছে বিষয়টি তিনি তেমনভাবে খেয়াল করেননি। তবে এটা তার বড় একটা ভুল। বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন তিনি। জেলা মহিলা আওয়ামী লেিগর সাধারন সম্পাদক বিউটি আহমেদের মোবাইল ফোনে ০১৭১৫২০৫৯৯৬ নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেন নাই তিনি। সম্মেলনে উপস্থিত নাটোর নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না আহমেদের মোবাইল ফোনে ০১৭১৫-১৬৯২৯৩ নম্বরে যোগাযোগ করা হলে প্রথমে কলটি রিসিভ করে একজন মহিলা জানান তিনি ব্যাস্ত আছেন একটু পরে কল দিন। এরপর কল দিলে তা আর কেউ রিসিভ করেনি। এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখবো।