নিজস্ব প্রতিবেদক:
পূজা-অর্চনা,অঞ্জলী আর ভোগারতীর মধ্য দিয়ে নাটোরে শারদীয় দূর্গা পূজার তৃতীয় দিনে মহা অষ্টমী বিহিত প‚জা শুরু হয়েছে। আজ বুধবার সকালে ভক্তবৃন্দের সমাগমে মন্দিরগুলোর প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে। পুরোহিতের মন্ত্রোচ্চারণ, শঙ্খ ধ্বনী আর ঢাকের বাদ্যের মধ্য দিয়ে অষ্টমী পূজা, অঞ্জলী ও ভোগারতি সম্পন্ন হয়। পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ, সন্ধি পূজা ও সন্ধ্যায় আরতি সহ নানা বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয় দিনের (অষ্টমী) পুজা সম্পন্ন হবে। ভক্তরা জানান, মহা অষ্টমী পূজায় তারা মায়ের কাছে প্রর্থনা করবেন যেন গোটা বিশ্বকে যেন তিনি রোনাসহ সকল প্রকার রোগশোক দূর করে শান্তি স্থাপন করেন। পূজা উদযাপন পরিষদেও সহ-সভাপতি প্রসাদ কুমার তালুকদার জানান, মহা অষ্টমী পূজা পর্যন্ত পুরো জেলায় শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে পূজা সম্পন্ন হয়েছে। কোথাও কোন প্রকার বিশৃঙ্খলা ঘটেনি। তিনি আশাপ্রকাশ করেন শান্তিপূর্ণ পরিবেশেই পূজা সম্পন্ন হবে। এদিকে শারদীয় দূর্গোৎসব সুুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।