নাটোরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আত্মউন্নয়নমূলক প্লাটফর্ম ‘হাউজ অব এনইউবিডিয়ান্স’ জেলা টিমের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। সোমবার বিকেলে শহরের স্টেশন বাইপাস, রেলওয়ে স্টেশন এলাকাসহ বিভিন্ন স্থানে হতদরিদ্র ৬০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মাঝে ছিল, চাল, আটা আলু, লাচ্ছা, চিনি, তেল। এসময় উপস্থিত ছিলেন সংগঠটির ডিপ্টামেন্টাল কো-অডিনেটর ইমরান ফরহাদ, সদস্য আনতি অনু, রাকিব হোসেন, শাহাদাৎ হোসেন, উম্মে হাবিবা, পপি খাতুনসহ অন্যান্যরা।