নিজস্ব প্রতিবেদক:
নাটোরে শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৯ টার দিকে নাটোর সদর হাসপাতালের বিএমএ ভবনে প্রাথমিকভাবে এইচএসসি পরীক্ষার্থীদের এই টিকা দেওয়া হচ্ছে। টিকা নিতে সকাল থেকেই হাসপাতাল এলাকায় দেখা গেছে শিক্ষার্থীদের লম্বা লাইন।
টিকা কার্যক্রম পরিদর্শন করে সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বলেন, জেলার জন্যে ফাইজারের ১৮ হাজার ডোজ টিকা পাওয়া গেছে। কার্যক্রমের শুরুতে প্রাথমিকভাবে জেলার ১৪ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে এই টিকা প্রদান করা হবে। পরীক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শেষ হলে ১২ থেকে ১৭ বছর বয়সী জেলার লক্ষাধিক শিক্ষার্থীকে টিকাদান কার্যক্রমের আওতায় আনা হবে। এক্ষেত্রে নাটোর সদর ছাড়াও সিংড়া ও গুরুদাসপুর উপজেলায় টিকাদান কেন্দ্র স্থাপনের চেষ্টা চলছে বলে জানান জেলার স্বাস্থ্য বিভাগের এই শীর্ষ কর্মকর্তা। আর প্রচন্ড রোদেও মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর টিকা পেয়ে আনন্দ প্রকাশ করেন শিক্ষার্থীরা।