নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া এই কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ ও সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান।
টিকাদান কেন্দ্রের ফোকাল পারসন ডাঃ মোঃ রাসেল বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত শেখ রাসেল ডিজেটাল ল্যাবে টিকা প্রদান করা হচ্ছে।
ভ্যাকসিন পরবর্ত্তী বিরুপ প্রতিক্রিয়া সংক্রান্ত ব্যবস্থাপনা কমিটির ফোকাল পারসন এবং নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুনজুরুর রহমান জানান, শিক্ষার্থীরা আগ্রহ সহকারে টিকা নিচ্ছেন। আমরা নিবিড়ভাবে টিকা প্রদান পরবর্ত্তী প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছি।
সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বলেন, জেলার মাধ্যমিক পর্যায়ের ১২ থেকে ১৭ বছর বয়সী জেলার এক লাখ ৪০ হাজার শিক্ষার্থীকে টিকাদান কার্যক্রমের আওতায় আনা হবে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলায় এই কার্যক্রম সম্প্রসারিত হবে। এরআগে জেলার ১৯ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে এক ডোজ টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।
জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, শিক্ষার্থীদের মধ্যে কোন ভীতি নেই, তারা আগ্রহ সহকারে টিকা গ্রহন করছে। জেলার নিদিষ্ট বয়সের সকল শিক্ষার্থীকে টিকা প্রদানের আওতায় নেয়ার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।