নিজস্ব প্রতিবেদক:
নাটোর সদর উপজেলায় ক্ষুদ্র নৃ গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ১৬ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও ১৯০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তির চেক তুলে নাটোর ০২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুর রহমান সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল প্রমূখ। এছাড়া কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে ১৬’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।