নাটোর প্রতিনিধি:
শীতের শেষ শৈত্য প্রবাহের সাথে সাথে নাটোরে হঠাৎ বৃষ্টিতে জনজীবনে বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। বিড়ম্বনার শিকার হন পথচারীসহ বিভিন্ন পেশার মানুষ। বুধবার ভোর থেকে হঠাৎ করেই এই বৃষ্টি শুরু হলে এ অবস্থার সৃষ্টি হয়। গত দুইদিন থেকে সারাদিন মেঘলা আবহাওয়া বিরাজ করার পর বুধবার বৃষ্টির ফলে শীতের প্রকোপও বৃদ্ধি পেয়েছে। ফলে শহরের রাস্তায় মানুষের চলাচলও কম দেখা গেছে। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হচ্ছে না। সরস্বতী পূজাতেও পড়েছে বৃষ্টির প্রভাব। সকালে বৃষ্টির কারনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকালে পৌছাতে না পারায় তাদের পূজাও দেরিতে হয়েছে। নাটোর শহরের লালবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানায়, পূজার দিনে সকাল বেলায় বৃষ্টি হওয়ায় তাদের আনন্দ ম্লান হয়ে গেছে। পূজার দিনে আনন্দ করা বাদ দিয়ে বৃষ্টিতে তারা আটকা পড়ে গেছে।
শহরের জেলে পাড়া মহল্লার ব্যাংকার সঞ্জয় সরকার জানান, তিনি সকালে বাড়ী থেকে বের হয়েছে ব্যাংকে যাওয়ার জন্য। কিন্তু বাড়ী থেকে বের হয়ে রাস্তায় কোন রিক্সা বা অটো রিক্সা নাই। পরে বাধ্য হয়ে সময়ের প্রয়োজনে তাকে কিছু দুর পায়ে হেঁটে তারপর অটো রিক্সায় অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হয়েছে।
আলাইপুর মহল্লার চাকুরীজীবি রাকেশ পাল বলেন, তিনি সকালে বাড়ী থেকে কাজে যাওয়ার জন্য বের হয়ে বৃষ্টিতে ভিজে ভিজে ট্রাফিক মোড়ে গিয়ে অটো রিক্সা পেয়েছেন।
রিক্সা চালক ইউনুস আলীর সাথে কথা হয় তিনি বলেন সকালে রিক্সা নিয়ে বের হয়েছেন। কিন্তু বৃষ্টির কারনে সড়কে মানুষজন নাই। সেকারনে তার ভাড়াও নাই। সকাল থেকে তিন ঘন্টায় শুধু ৫০ টাকা ভাড়া পেয়েছেন। এভাবে বৃষ্টি হলে তাদের জন্য সমস্যা।
আবহাওয়াবিদদের ঘোষণা অনুযায়ী আরো একদিন বৃষ্টি থাকলে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের দুর্ভোগ আরো বেড়ে যাবে।