শুক্রবার বন্ধ থাকার পর নাটোরে করোনা ভাইরাস মহামারি প্রতিরোধে ষষ্ঠ দিনেও স্বতঃস্ফুর্তভাবে করোনা প্রতিরোধক টিকা গ্রহণ চলছে। আজ শনিবার বেলা ৯টার দিকে সদর হাসপাতালে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং নাটোর ও নওগাঁ আসনের নারী সংসদ সদস্যের টিকা গ্রহনের মধ্য দিয়ে এই কর্মসুচি শুরু হয়। সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান জানান, ৫ম দিন পর্যন্ত জেলায় টিকা গ্রহণ করেছেন ৬ হাজার ১৭৫জন। আজ শনিবার ষ্ষ্ঠ দিনে বেলা ১২ টা পর্যন্ত টিকা গ্রহণ করেছেন দেড় শতাধিক মানুষ।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, আজ শনিবার বেলা ১২ টা পর্যন্ত জেলায় নিববন্ধন করেছে মোট ১৭ হাজার ১৫৮ জন। এখনও মানুষ স্বস্তঃস্ফুর্তভাবে রেজিষ্ট্রেশন করছে এবং টিকা গ্রহণ করছে। জেলায় টিকা গ্রহণকারীদের কোন সমস্যা হয়নি ।