নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় সংখ্যালঘুদের ওপর উপজেলা ভাইস চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনীর হামলা ও নির্যাতনের প্রতিবাদে এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমুলক শাস্তির বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসি।আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে নলডাঙ্গা ব্রিজ এলাকায় উপজেলাবাসির আয়োজনে এই কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে দাঁড়ানোর পরেই পুলিশ গিয়ে তাদের কাছ থেকে ব্যানার কেড়ে নিয়ে মানববন্ধন করতে নিষেধাজ্ঞা দেয়। পরে ঘটনাস্থলে গনমাধ্যম কর্মিদের দেখতে পেয়ে এবং মানববন্ধনকারীদের দাবীর মুখে ব্যানার ফিরিয়ে দেয় পুলিশ। মানববন্ধনে বক্তব্য রাখেন অমল’ বিমল কুমারসহ ভুক্তভোগীরা। বক্তারা বলেন, নলডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম ও সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন থেকে তাদের ওপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারা সুপ্রিম কোর্টের রায় থাকা সত্বেও তাদের পুকুরে মাছ চাষে বাধা দিচ্ছে এবং জোড়পূর্বক পুকুর থেকে মাছ মেরে নিয়ে যাচ্ছে। বাধা দিতে গেলে তাদের ওপর হামলা ও নির্যাতন চালাচ্ছে। তারা এই অত্যাচারী আব্দুল আলীম ও তার সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার ও বিচারের দাবী জানান। মানববন্ধন শেষে তারা এলাকায় বিক্ষোভ করেন।
নলডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম বলেন, যে পুকুর নিয়ে তারা আমার বিরুদ্ধে অভিযোগ করছে তা তিনি সরকারের কাছ থেকে লীজ নিয়ে মাছ চাষ করছেন। তিনি নিয়মিত সরকারী কোষাগারে অর্থ জমা দেন। তার কাছে বৈধ কাগজ পত্র রয়েছে। আর ঘটনার দিন ও সময় তিনি এলাকায় একটি ফুটবল ম্যাচের সভাপতির দায়িত্ব পালন করছিলেন সেখানে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল,থানার ওসি সহ অন্তত ১৫ হাজার জনগন উপস্থিত ছিলেন। তিনি এক মিনিটের জন্যও খেলার মাঠ থেকে বাহিরে যাননি। তাহলে আমি হামলা ও নির্যাতন কিভাবে করলাম। এটা তার সম্মানহানী করার জন্য রাজনৈতিক একটা পক্ষ এসব করিয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দিয়েছেন। তিনি এ ঘটনার সঠিক তদন্ত দাবী করেন। তদন্ত হলেই সবকিছু পরিস্কার হয়ে যাবে।