অপচয় না করে সঞ্চয় কর, সমাজ ও দেশকে সমৃদ্ধ কর
এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে সঞ্চয় সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে নাটোর শহরের কানাইখালী স্টেডিয়াম মাঠ থেকে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের নেতৃতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের নীচাবাজারস্থ সঞ্চয় অফিসে গিয়ে শেষ হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মীর আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম,জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ হালিমুজ্জামান সহ সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তাবৃন্দ। সপ্তাহব্যাপী বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন পেশাজীবীদের মাঝে, কলকারখানা ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও উঠান বৈঠকের মাধ্যমে উদ্বুদ্ধকরণ বিষয়ে সঞ্চয় সপ্তাহের মূল্যায়ন মূল্যায়ন করা হবে বলে সঞ্চয় অফিসের কর্মকর্তারা জানান।