২১ ডিসেম্বর নাটোর সরকারী বালক বিদ্যালয় ও নাটোর সরকারী বালিকা বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে ভর্ত্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে। আজ সোমবার দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এর সভাপতিত্বে ভর্ত্তি পরীক্ষা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, প্রশাসনের তত্ত্বাবধানে প্রশ্নপত্র তৈরী ও পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে। রাতেই ফলাফল ঘোষণা করা হবে। এতে করে নিরপেক্ষভাবে পরীক্ষার্থীদের মেধা মূল্যায়ন করা সম্ভব হবে। সভায় সিদ্ধান্ত গ্রহীত হয় যে, ১ থেকে ১৩ ডিসেম্বর টেলিটকের মাধ্যমে ১৭০ টাকা ফি জমা দিয়ে অনলাইনে পরীক্ষার্থীদের আবেদন করতে হবে। ২১ ডিসেম্বর সকাল দশটা থেকে উভয় বিদ্যালয়ের ভর্ত্তিচ্ছু পরীক্ষার্থীরা পাল্টাপাল্টি বিদ্যালয়ের আসনে ভর্ত্তি পরীক্ষায় অংশগ্রহন করবে। এক ঘন্টার পরীক্ষা শেষে উত্তরপত্র মূল্যায়ন করে ঐদিন রাতেই ফলাফল প্রকাশ করা হবে। সভায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, নাটোর সরকারী বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, নাটোর সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল মাহমুদা খাতুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ভর্ত্তি কমিটির সদস্য সচিব ও নাটোর সরকারী বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন জানান, গত বছর দুই শিফটে ২৪০টি আসনের বিপরীতে নাটোর সরকারী বালক বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭১৩ জন এবং নাটোর সরকারী বালিকা বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৭৬ জন। এটিই নাটোরের সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক ভর্ত্তি পরীক্ষা।