নাটোর প্রতিনিধি:
করোনা কালীন পরিস্থিতিতে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে আজ শুক্রবার দুপুরে শহরের কান্দিভিটাস্থ এলাকায় স্থানীয় সংসদ সদস্যের বাস ভবনে নাটোরে কর্মরত ২৭ জন সাংবাদিককে এই সহায়তার চেক বিতরণ করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক বাপ্পী লাহিড়ী,সাবেক সভাপতি রনেন রায়,জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম সহ নাটোরে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ। সহায়তার চেক হাতে পেয়ে সাংবাদিকরা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, মাননীয় প্রধান মন্ত্রী সকলের দিকে নজর রেখেছে। কোন শ্রেনী পেশার মানুষই তার চোখের আড়াল হয়নি। সরকার সময় মানুষের কণ্যানে কাজ করে যাচ্ছে।
বর্তমান সময়ে সাংবাদিকরা যেভাবে জীবন বাঁজী রেখে কাজ করে চলেছে সেই বিষয়টিও প্রধান মন্ত্রী দেখেছে। সেকারনে প্রধানমন্ত্রী দেশের সাংবাদিকদের জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এরই অংশ হিসেবে আজ নাটোরের ২৭ জন সাংবাদিকদের তিনি এই সহায়তা করেছেন। দেশের যেকোন দূর্যোগ মোকাবেলা করতে সরকার প্রস্তুত রয়েছে। করোনা ভাইরাস মোকাবেলা করতে করতে দেশে শুরু হয়েছে বন্যা পরিস্থিতি। এই সময়েও তিনি বন্যা দূর্গত এলাকায় সকলের জন্য প্রয়োজনীয় সকল সুবিধার ব্যবস্থা করেছেন। তিনি খ্যাদ্য সামগ্রী থেকে শুরু করে ঔষধ,আশ্রয় কেন্দ্র সহ সকল ব্যবস্থা রেখেছে। দেশের মানুষ কোন ভাবেই যেন কষ্ট না পায় সেদিকে নজর দিতে সকল জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন।