করোনা ভাইরাস মোকাবেলায় কোন রকম সামাজিক দুরত্ব না মেনেই ত্রান দেয়া নেয়া ও সরকারী চাল বিক্রির সহ প্রায় সব ক্ষেত্রেই চলছে জনসমাগম। আজ রবিবার সকাল থেকে শহরের বঙ্গোজ্জল মহারাজা উচ্চ বিদ্যালয়ে সরকারী ১০ টাকা কেজির চাল বিক্রয় শুরু করা হয়। সেখানে দেখা গেছে মানুষের গায়ে গা ঘেষে রয়েছে হাজারো ক্রেতা। এছাড়াও শহরের প্রধান কেন্দ্র কানাইখালী থেকে ট্রাফিক মোড় এলাকায় দিয়েও নির্দেশনা না মেনে চলাচল করছে সাধারন মানুষ।
এ সময় চাল বিক্রয়ের কাজে নিয়োজিত কর্মিরা বলেন, এখান থেকে ১০ টাকা কেজি দরের সরকারী চাল মাথা পিছু ৫ কেজি করে ৪০০ জনকে বিক্রি করা হবে। সেই চাল কিনতে এতো মানুষ এসে সমাগম করলে তাদের কিছুই করার নাই। সকলেই চাল নিতে ভীড় করছে। তারা সকলকেই সামাজিক দুরত্ব বজায় রাখতে অনুরোধ করছেন।