নাটোরে সিংড়ায় একটি পরিত্যাক্ত ছাত্রাবাস থেকে খোলা বাজারের ১৭১ বস্তা সরকারী চাল উদ্ধার করেছে। আজ বুধবার দুপুরে উপজেলার ইটালী ইউনিয়নের সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিত্যাক্ত একটি ছাত্রাবাস থেকে চালগুলো উদ্ধার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য চালের ডিলার আসাদুজ্জামানকে আটক করা হয়েছে। আটক আসাদুজ্জামান স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের মামা।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর-এ আলম চাল উদ্ধারের এবং ডিলারকে আটকের সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতপুকুড়িয়া উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে ১৭১ বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চালগুলো সরকারের খাদ্য বান্ধব কর্মসুচির খোলা বাজারে বিক্রির চাল। খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম স্থগিত হওয়ার পর চালগুলো এখানে লুকিয়ে রাখা হয়েছিলো বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। বিষয়টি উদ্ধোর্তন কর্মকর্তাদের জানানো হয়েছে। চালগুলোর সঠিক কাগজ পত্র প্রদর্শন করার জন্য ডিলার আসাদুজ্জামারে স্বজনদের বলা হয়েছে। তবে এগুলো কি কারনে এখানে রাখা হয়েছে সে বিষয়ে কোন উত্তর দিতে পারেন নি ডিলার।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি কিছুই বলতে রাজী হয়নি।