করোনা কালীন চিকিৎসা সেবার জন্য নাটোরের সিভিল সার্জনের কাছে স্বাস্থ্য সামগ্রী হস্তান্তর করা হয়েছে। কনকর্ড ফার্মাসিউটিক্যালের উদ্যোগে আজ রবিবার বেলা ১১টার দিকে সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে সামগ্রীগুলো তুলে দেন ফার্মাসিউটিক্যালের এক্সিকিউটিভ ডিরেক্টর গৌতম চক্রবর্তী।
প্রতিষ্টানটির এক্সিকিউটিভ ডিরেক্টর গৌতম চক্রবতী জানান, মহামারী করোনা ভাইরাসে সুচিকিৎসা নিশ্চিত করতে সিভিন সার্জনের কাছে স্বাস্থ্য সামগ্রী হস্তান্তর করা হয়েছে। স্বাস্থ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৯০ লিটারের ১০টি অক্সিজেন সিলিন্ডার, ৫টি কনসেনট্রেটর, ৫’শ পিস পিপিই, ৫’শ পিস হ্যাক্সিকন, ১০ পিস ডিজিটাল থার্মোমিটার, ৫’শ পিস এএন ৯৫ মাস্ক। এসময় কনকর্ড ফার্মাসিউটিক্যালের এনএসএম শাহরিয়ার উজ্জল এবং ম্যানেজোর পিএমডি সিপিএল এল মকবুল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।