নাটোর প্রতিনিধি:
নাটোরে নির্মানাধীন ভবনের সেফটিক ট্যাংকির কাজ করার সময় মাটি ধ্বসে পড়ে কামাল হোসেন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো এক শ্রমিক। নিহত কামাল হোসেন তেবারিয়া মধ্যপাড়া মহল্লার ইমদাদুল হকের ছেলে। আহত মানিক মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আজ রবিবার দুপুরে নাটোর পৌর এলাকার রামাইগাছী মহল্লায় এই দূর্ঘটনাটি ঘটে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও স্থানীয়রা জানান, শহরের পৌর এলাকার রামাইগাছী মহল্লার আলাউদ্দিন আলীর নির্মানাধীণ ভবনের সেফটিক ট্যাংকির কাজ করছিল কয়েকজন শ্রমিক। এ সময় ট্যাংকির গর্তে নেমে পাট বসানোর কাজ করছিল কামাল হোসেন ও মানিক মিয়া। কাজ করার সময় হঠাৎকরে মাটি ধ্বসে পরে মাটির নিচে চাপা পড়ে তারা দুই জন। এ সময় মানিক মিয়া নিজে মাটি থেকে উঠে এলেও কামাল হোসেন আটকে পড়ে মাটির নিচে। পরে ঘটনাটি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানালে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে মাটি খুড়ে কামাল হোসেনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আহত মানিক মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।