নিজস্ব প্রতিবেদক:
“Marks Active School CHEESS CHAMPS” হয়ে ওঠো আগামীর গ্র্যান্ডমাষ্টার স্কুলভিক্তিক দলগত দাবা প্রতিযোগিতা-২০২২ ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে নাটোরে। রবিবার বিকেলে নাটোর পুলিশ লাইন্স এর ড্রিল শেডে এই প্রতিযোগিতা ও কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহম্মেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ফজলুর রহমান মহসিন, জেলা শিক্ষা অফিসার আকতার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল রাজ্জাকসহ কর্মকর্তাবৃন্দ। আবুল খায়ের গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ দাবা ফেডারেশন এর আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ৪০ টি টিমের মধ্যে ৩০ টি টিম স্কুল পর্যায়ে এবং বাকি টিম বিভিন্ন পর্যায়ে খেলবে। প্রতি টিমে ৪ জন খেলোয়ার ও দুই জন অতিরিক্ত খেলোয়ার থাকবে। আগামী ৬ সেপ্টেম্বর এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং সেই সঙ্গে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হবে।