নাটোর প্রতিনিধি: নাটোরে স্বাস্থ্যবিধি মানতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন
সোমবার বেলা ১১টার দিকে শহরের নিচাবাজার এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন। এ সময় বাজার এলাকায় মাস্ক না পরার কারণে বিভিন্ন জনকে জেল ও জরিমানা করেন তিনি। সেইসঙ্গে জনগণকে সচেতন করতে ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে লিফলেট বিলি করেন তিনি। উল্লেখ্য সামনে শীতের সময়ে করোনা ভাইরাস এর দ্বিতীয় পর্যায়ে মোকাবেলা করার জন্য গতকাল রবিবার থেকে স্বাস্থ্যবিধি মানতে এবং মাস্ক পড়তে বাধ্য করতে শক্ত অবস্থানে চলে গেছে জেলা প্রশাসন।