নিজস্ব প্রতিবেদক:
নাটোরে স্বেচ্ছাসেবক লীগ নেতার কাছ থেকে সদর হাসপাতালের প্রায় ৪ কোটি টাকার টেন্ডার সিডিউলের কাগজ পত্র ছিনিয়ে নিলেন যুবলীগ নেতা এহিয়া। আজ মঙ্গলবার দুপুরে নাটোর সদর হাসপাতাল গেটে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে হাসপাতাল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
নাটোর জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন জানান, স¤প্রতি নাটোর সদর হাসপাতালের ঔষধ, খাবার, আসবাবপত্র সহ মোট ৬টি গ্রæপে প্রায় চার কোটি টাকার টেন্ডার আহবান করে হাসপাতাল কর্তৃপক্ষ। আগামি ৩ অক্টোবর সিডিউল জমা দেওয়ার শেষ দিন। এই হিসেবে আজ দুপুরে তিনি টেন্ডারের সিডিউল ক্রয় করেন। সিডিউল ক্রয় করে বের হওয়ার সময় হাসপাতালের গেটে পথরোধ করেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া ও তার সহযোগীরা। এ সময় যুবলীগ নেতা এহিয়া জোর করে তার কাছ থেকে সিডিউলের কাগজ পত্র ছিনিয়ে নিতে চাইলে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। ধস্তাধস্ততির এক পর্যায়ে হুমকি ধামকি দিয়ে সিডিউল ছিনিয়ে নিয়ে চলে যায় এহিয়া। পরে তিনি ঘটনাটি মোবাইল ফোনে পুলিশকে জানান।