নিউজ ডেস্ক :
নাটোরে মোটর সাইকেল দুর্ঘটনায় হাফসা বেগম (২১) নামে এক গৃহবধু নিহত। এসময় নিহতের স্বামী মিলন হোসেন (৩৬) আহত হয়। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে নাটোর-বাগাতিপাড়া সড়কের আখেরের মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত হাফসা বেগম বাগাতিপাড়া উপজেলার নাসিমপুর গ্রামের আলাউদ্দিন আলীর পুত্র বধু।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়,শুক্রবার দুপুরে ৮ মাসের শিশু সন্তানকে বাড়িতে সজনদের কাছে রেখে মিলন তার স্ত্রী হাফসা বেগমকে নিয়ে মোটর সাইকেলে করে ঈদের বাজার করতে নাটোর শহরে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার আখেরের মোড় এলাকায় একটি কুকুরের সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলটি সড়কের ধারে গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই হাফসা মারা যায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন বলেন,দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।