নাটোরে হঠাৎ বৃষ্টিতে আম, লিচু সহ বিভিন্ন চৈতালী ফসলের জন্য লাভজনক হয়েছে বলে মনে করেন কৃষক ও কৃষি বিভাগ। গত কয়েকদিন ধরেই নাটোরে প্রচন্ড খরার কারনে কৃষকদের জমিতে পানি দিতে হিমশিম খেতে হচ্ছিল। চৈত্রের শেষে এমন বৃষ্টি হওয়ায় কৃষকদের স্বস্তি ফিরে এসেছে। আজ বিকেলের পর জেলার কোন কোন এলাকায় শিলা বৃষ্টি হয়েছে। তবে শিলের পরিমান কম হওয়ায় ফসলের কোন ক্ষতি হয়নি।
নাটোর জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার বলেন, এই মুহুত্বে নাটোরের বিভিন্ন জমিতে চৈতালী ফসল সহ আম,কাঠাল, লিচু ও তরমুজ জাতীয় বিভিন্ন ফসল রয়েছে। গত কয়েকদিনের প্রচন্ড খরার কারনে কৃষদের ফসল বাঁচাতে হিমশিম খেতে হচ্ছিল। বর্তমান আবহাওয়ায় জমিতে পানির প্রয়োজন বেশী ছিলো। এই মুহুত্বে যেটুকু বৃষ্টি হলো তা কৃষকদের স্বস্তি দিয়েছে। প্রতিটি ফসলে ফসলের ক্ষতির চাইতে উপকারই বেশি হয়েছে এখন আরো ভালো ফলন হবে বলে মনে করেন তারা।