নিজস্ব প্রতিবেদক:
নাটোরে হত্যা, চাঁদাবাজী,জখম করা সহ একাধিক মামলার আসামী সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ভাতিজা রাসেদুল ইসলাম কোয়েলকে আদালতে হাজির করেছে পুলিশ। এ সময় উত্তেজিত বিএনপি নেতা কর্মিরা তার ওপর হামলা চালায়। আজ মঙ্গলবার দুপুরে নাটোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল আদালতের বিচারক রওশন আলমের আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, গ্রেফতারকৃত কোয়েলের একটি হত্যা মামলায় আদালতে হাজিরার দিন ধার্য ছিল আজ। এজন্য সকাল থেকেই আদালত প্রাঙ্গনে নিরাপত্তা ব্যাবস্থা জোড়দার করা হয়। দুপুর পৌনে ১ টার দিকে কোয়েলকে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। আদালতের এজলাসে নিয়ে যাওয়ার পথে উত্তেজিত জনতা তার ওপর হামলার চেষ্টা চালায়। পরে নিরাপদে হাজিরা শেষে কোয়েলকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বর্তমানে আদালত এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্টের পর রাসেদুল ইসলাম কোয়েল আত্মগোপনে চলে যায়। এরপর গত ১১ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় বিজিবি সদস্যরা গ্রেফতার করেন রাসেদুল ইসলাম কোয়েলকে। এদিকে গত ৫ আগষ্টের পর রাসেদুল ইসলাম কোয়েলের বিরুদ্ধে নাটোর সদর থানায় তিনটি হত্যা সহ কয়েকটি মামলা দায়ের হয়েছে।