হাফ কেজি গাঁজাসহ আমির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার বিকেলে সদর উপজেলার মোমিনপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমির হোসেন রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বড় রাঙ্গামাটিয়া গ্রামের মফিজুল হকের ছেলে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনারুল ইসলাম জানান, পুলিশ সুপার লিটন কুমার সাহার নির্দেশে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মোমিনপুর মহাবিদ্যালয়ের পূর্বপাশে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি টিম।
অভিযানকালে রাজশাহী ও নাটোরের চিহ্নিত মাদক ব্যবসায়ী আমির হোসেনকে ওই এলাকায় দেখতে পাওয়া যায়। পরে তাকে চ্যালেঞ্জ করে তার কাছে থাকা একটি ব্যাগে তল্লাশী চালানো হয়। তল্লাশী করে তার কাছ থেকে পলিথিন পেপার দিয়ে মোড়ানো অবস্থায় গাঁজা উদ্ধার এবং তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করার পর স্থানীয়দের সামনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমির হোসেন বলেন তার কাছে থাকা হাফ কেজি গাঁজা সে এলাকার একজন মাদক ব্যবসায়ীর কাছে বিক্রয়ের জন্য সংরক্ষন করে রেখেছিল। গ্রেফতারকৃত আমির হোসেনের বিরুদ্ধে রাজশাহী ও পুঠিয়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আমির হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়।