গঠনতন্ত্র লঙ্ঘন করে কমিটি গঠন করার অভিযোগে নাটোর জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের নব গঠিত কমিটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে নাটোর সদর সহকারি জজ আদালতে যৌথভাবে মামলাটি দায়ের করেন এডহক কমিটির সদস্য সচিব শিতাংশু ভাট্টাচার্জ সহ ৩ জন। মামলায় হিন্দু,বৌদ্ধ,খ্রীস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রানাদাস গুপ্ত, সভাপতি মন্ডলীর সদস্য কাজল দেবনাথ সাংগঠনিক সম্পাদক পদ্মাবতী দেবী ও নব গঠিত নাটোর জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক সহ ৭ জনকে বিবাদি করা হয়েছে।
শুনানী শেষে আদালতের বিচারক শংকর বিশ্বাস নব গঠিত কমিটির বিরুদ্ধে কেন নিষেধাজ্ঞা জারী করা হবেনা এই মর্মে ৫ দিনের মধ্যে কারণ দর্শনোর জন্য নতুন জেলা কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, গত ১৮ অক্টোবর চিত্তরঞ্জন সাহাকে সভাপতি ও সুব্রত সরকারকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি গঠন করা হয়।