নিজস্ব প্রতিবেদক
অসাম্প্রদায়িক, জঙ্গী ও সন্ত্রাসমুক্ত সমঅধিকারভিত্তিক রাষ্ট্রের দাবী নিয়ে নাটোরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নাটোর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ মিলনায়তনে দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান। পরে সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক চিত্তরঞ্জন সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য কাজল দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক তাপস কুমার পাল, অনীল কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক পদ্মাবতী দেবী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সরকার ও পুলিশ প্রশাসন নিরাপত্তা দেওয়ায় উৎসব মুখর পরিবেশে সারাদেশে শারদীয় দুর্গোৎসব পালিত হয়েছে। ঠিক একইভাবে সব সময় যাতে নিরাপত্তার মধ্য দিয়ে দেশের সকল ধর্মের মানুষ বসবাস করতে পারে তার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবী জানান। সমাজ থেকে সকল প্রকার সন্ত্রাস ও জঙ্গী তৎপরতা দূর করে সমঅধিকার ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবী জানান বক্তারা।