নাটোরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য ও জয়কালীবাড়ী মন্দির কমিটির সাধারন সম্পাদক সুব্রত কুমার কর্মকার ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রচার সম্পাদক রমেন কুমার চক্রবর্তী (বাচ্চু চক্রবর্তী) স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে নাটোরেরর রানী ভবানী রাজবাড়ির শ্রী শ্রী রাধা বৃন্দাবন মন্দির প্রাঙ্গনে শোক সভাটি অনুষ্ঠিত হয়। শোকসভায় সংগঠনটির নেতারা প্রয়াত দুই সংগঠকের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। শোক সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়, সভাপতি চিত্তরঞ্জন সাহা, অধ্যাপক অলক মৈত্র, অ্যাডভোকেট সঞ্জয় সরকার, অজিত দাস, অধ্যাপক পরিমল কুন্ডু, সাধারণ সম্পাদক সুব্রত সরকার, সাংগঠনিক সম্পাদক সত্য নারায়ন টিপু, কোষাধ্যক্ষ আশীষ তালুকদার, জেলা কমিটির সদস্য লুইস মারান্ডি, আদিবাসী নেতা নরেশ চন্দ্র উড়াও, অধ্যাপক প্রীতিরঞ্জন চত্রবর্তী।