নাটোর প্রতিনিধি:
ঢাকার মিরন জিল্লা হরিজন কলোনীর বাসিন্দা সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উচ্ছেদ প্রক্রিয়া ও ভূমি দখলের চির অবসান এবং নির্যাতন নিপিড়ন বন্ধের দাবিতে সারাদেশের মত নাটোরেও প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে নাটোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নাটোর জেলা শাখার আয়োজনে এই কর্মসুচি পালন করা হয়। বিকেলে নাটোর প্রেসক্লাবের সামনে থেকে সংগঠনের ব্যানারে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নাটোর প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি চিত্তরঞ্জন সাহা, সাধারন সম্পাদক সুব্রত সরকার ,যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডঃ খগেন্দনাথ রায়,জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি নরেশ চন্দ্র উড়াও, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ জেলা শাখা সাধারন সম্পাদক সবুজ জমাদার সহ নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক রাষ্ট্র, সবাই সবার ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারে। কিন্তু কিছু লোক ধর্মকে ব্যাবহার করে এই বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছে। এরই প্রেক্ষিতে ঢাকাতে হরিজন পল্লীতে হরিজন সম্প্রদায়ের উপর হামলা করা হয়েছে। এই হামলার সঠিক বিচার না হলে তারা রাজপথে নামতে বাধ্য হবে। দ্রুত সরকার এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করবেন এমনটাই আশা তাদের।