নিজস্ব প্রতিবেদক:
“ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই। ধর্ম যার যার রাষ্ট্র সবার” এই শ্লোগান নিয়ে সরকারী দলের বিগত নির্বাচনী প্রতিশ্রুতি সংখ্যালঘু সুরক্ষা আইন ও বৈষম্য বিলোপ আইন প্রনয়ণ সহ ৪ দফা দাবীতে নাটোরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হিন্দু-বৌদ্ধ -খ্রীষ্টান ঐক্যপরিষদের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় সারা দেশের ন্যায় নাটোর প্রেসক্লাব চত্বরে এই কর্মসুচি পালন করা হয়। সংগঠনের জেলা কমিটির সহ-সভাপতি নগেন্দ্র চন্দ্র রায়ের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন ও সমবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সুব্রত সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ্অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়, সদর উপজেলা সভাপতি কৃষ্ণপদ কর্মকারসহ সকল উপজেলা সভাপতিবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারী দলের বিগত নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সংখ্যালঘু সুরক্ষা আইন ও বৈষম্য বিলোপ আইন প্রনয়ণ, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভ’মি কমিশন আইনের দ্রুত বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভ’মি কমিশন গঠন করা। অথচ আজ পর্যন্ত সে সব দাবী বাস্তবায়ন করা হয়নি। তারা সরকারী দলের প্রতিশ্রুত ওই ৪ দফা দ্রুত বাস্তবায়ন করার দাবী জানান। সমাবেশ শেষে ঢাকা শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিতব্য কর্মসুচিতে যোগদানের জন্য সবাইকে আহবান জানানো হয়।