নিজস্ব প্রতিবেদক:
সারা বাংলাদেশের চলমান পরিস্থিতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে নাটোরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার শহরের মাদ্রাসা মোড় এলাকায় স্বাধীনতা চত্বরে শহীদ স্মৃতি স্তম্ভের পাদদেশে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার ব্যানারে এই কর্মসুচি পালন করা হয়। সমাবেশে সংগঠনের নেতা-কর্মীরা ছাড়াও সংখ্যালঘু সম্প্রদায়ের নারী পুরুষ অংশ নেন। সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে বলেন, সারাদেশে মন্দির ভাংচুর, লুটপাট ও সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিচ্ছে দুষ্কৃতিকারীরা। এ সময় বক্তারা বর্তমান অন্তর্বতীকালীন সরকারের কাছে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবী জানান। ক্যাব জেলা শাখার সভাপতি শামীমা লাইজু নীলার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি চিত্তরঞ্জন সাহা, সাধারণ সম্পাদক সুব্রত সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়, সহ-সভাপতি নগেন্দ্র চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক সত্য নারায়ন রায় টিপিু, উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, মীর এ রাজ্জাক, অধ্যাপক প্রীতি রঞ্জন চক্রবর্ত্তী সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। সমাবেশ শেষে তারা এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের কানাইখালী ষ্টেডিয়ামে এসে শেষ হয়।