নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার ভার্চুয়ালী যুক্ত হয়ে এই মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। শহরের দত্তপাড়াস্থ বিসিক শিল্পনগরীতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ারের সভাপতিত্বে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক দিলরুবা দীপ্তি, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি প্রদীপ কুমার আগরওয়ালাসহ উদ্যোক্তাবৃšদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র উদ্যোক্তারা দেশের অর্থনীতির প্রাণ। তাদের কার্যক্রম এবং উদ্ভাবনে অর্থনীতির গতি সঞ্চার হয়। সম্ভাবনাময় উদ্যোক্তাদের সহযোগিতা প্রদান করতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। পরে অতিথিবৃন্দ মেলার স্টলগুলো ঘুরে দেখেন। ১০ দিনব্যাপী মেলায় নাটোর ছাড়াও রাজশাহী এবং পাবনা জেলার উদ্যোক্তাবৃন্দ ৫০টি স্টলে তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করছেন। মেলা প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।