নিজস্ব প্রতিবেদক:
তৃতীয় ধাপে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে । আজ রবিবার সকাল ৮টা থেকে প্রতিটি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে তাদের ভোট প্রদান করছেন। ১৫ টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৩ হাজার ৬৭৮ জন।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৭২ জন, সাধারন সদস্য পদে ৬০৮ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনা করতে নিবার্হী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বিজিবিসহ পুলিশ, র্যাব ও আনসার মাঠে রয়েছে।