নিজস্ব প্রতিবেদক:
নাটোরে হেরাইন রাখার দায়ে ফিরোজ শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। এ সময় তার কাছে থাকা ৩১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সোমাবার সদর উপজেলার একডালা এলাকা থেকে ফিরোজকে গ্রেফতার ও হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ফিরোজ শেখ দিনাজপুর জেলার হাকিমপুরের দক্ষিণ বাসুদেবপুর এলাকার মৃত সমজান শেখের ছেলে।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সদর উপজেলার একডালা এলাকার বনলতা ফিলিং স্টেশনের সামনে চেক পোষ্ট বসিয়ে রাজশাহী থেকে নাটোরগামী বিভিন্ন যানবাহনে অভিযান পরিচালনা করে। র্যাবের সিগনালে বাস থামার সাথে সাথে ফিরোজ বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে। এসময় তাকে আটক করে তার দেহ তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ফিরোজের পরিহিত আন্ডারওয়ারে বিশেষ কায়দায় রাখা ৩১৫ গ্রাম হেরোইন উদ্ধার ও তাকে আটক করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদে ফিরোজ স্বীকার করে যে ওই হেরোইন সে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পরে আটক ফিরোজ শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সদর থানায় সোপর্দ করা হয়েছে।