নিজস্ব প্রতিবেদক:
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাটোরে ‘লেখক পাঠক বই, একত্রিত হই’ এই শ্লোগান নিয়ে নাটোরে ৪র্থ বারের মত দিন ব্যাপী ব্যতিক্রমী এক পথ বই মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয় দৈনিক পত্রিকা প্রান্তজনের আয়োজনে নাটোর প্রেসক্লাবের সামনে এই পথ বই মেলার উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস। স্থানীয় দৈনিক প্রান্তজনের সম্পাদক সাজেদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রত্না আহমেদ, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌর সভার মেয়র উমা চৌধুরী জলি ,বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সুবিধ কুমার মৈত্র অলোক, দৈনিক উত্তরবঙ্গ বার্তার সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখসহ বই প্রেমিরা। দিন ব্যপী এই পথ বই মেলা পাঠক, লেখকদের মিলন মেলায় পরিণত হয়েছে। এছাড়া দিনব্যাপী এই বই মেলায় আরো রয়েছে আলোচনা ,আবৃত্তিসহ নানা আয়োজন। ৪র্থ বারের মতো আয়োজনে পথ বই মেলাটি সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯ টা পর্যন্ত।