নিজস্ব প্রতিবেদক:
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাটোরে ‘লেখক পাঠক বই, একত্রিত হই’ এই শ্লোগান নিয়ে নাটোরে ৫ম বারের মত দিন ব্যাপী ব্যতিক্রমী এক পথ বই মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ মঙ্গবার সকাল ১০ টার দিকে স্থানীয় দৈনিক পত্রিকা প্রান্তজনের আয়োজনে নাটোর প্রেসক্লাবের সামনে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং শ্লেট ও চকের মাধ্যমে ক্ষুদে শিশুদের হাতেখড়ি দিয়ে এই পথ বই মেলার সূচনা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,স্থানীয় দৈনিক প্রান্তজনের সম্পাদক সাজেদুর রহমান, শিক্ষাবিদ অধ্যাপক সুবিধ কুমার মৈত্র অলোক সহ বই প্রেমিরা। দিন ব্যপী এই পথ বই মেলা পাঠক, লেখকদের মিলন মেলায় পরিণত হয়েছে। এছাড়া দিনব্যাপী এই বই মেলায় আরো রয়েছে আলোচনা ,আবৃত্তিসহ নানা আয়োজন। ৫ম বারের মতো আয়োজনে পথ বই মেলাটি সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯ টা পর্যন্ত।
শিক্ষাবিদ অধ্যাপক সুবিধ কুমার মৈত্র অলোক বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাবে। মুক্তচিন্তা, মেধাভিত্তিক দেশ গড়তে বই পড়ার কোন বিকল্প নেই। বইমেলা পাঠকের সাথে বইয়ের মেলবন্ধন তৈরী করে। দেশ প্রেম বাড়াতেই এমন আয়োজন প্রয়োজন।
বাংলা একাডেমী পুরষ্কারপ্রাপ্ত কথা সাহিত্যিক জাকির তালুকদার বলেন,এমন আয়োজন দেশে ছড়িয়ে পড়েছে। এমন একদিন আসবে লেখকদের আর লেখক পাঠকদের মূল্যায়ন করবে সবাই। স্থানীয় লেখকদের সামনে তুলে আনতেই এমন বই মেলার আয়োজন করা প্রয়োজন।
মেলার আয়োজক দৈনিক প্রান্তজন সম্পাদক সাজেদুর রহমান সেলিম বলেন, বই পড়া আমাদের অভ্যাস। নাটোরের অনেক লেখক রয়েছেন যাদের অনেক ভালো ভালো বই প্রকাশিত হয়েছে। সেগুলো বই পড়তে এবং বই পড়ার প্রতি আকর্ষন তৈরি করতে আমরা সব সময় চেষ্টা করি। আমরা বই পড়ি, ছড়া,কবিতা,অনুগল্প সহ বিভিন্ন ধরনের লেখা আমরা পড়ি এবং লিখি। আমাদের লেখাগুলো আমাদের আগামি প্রজন্মকে জানাতে বা পড়ানোর জন্য আমরা এই উদ্দোগ গ্রহন করেছি। প্রতি বছর আমাদের এই মেলা থেকে যদি দুই একজনও বই প্রেমি তৈরি করতে পারি তাহলে সেটাই আমাদের সাফল্য।