নিজস্ব প্রতিবেদক
নাটোর শহরের চক বৈদ্যনাথ নুরু পাড়া এলাকা থেকে ৫শ পিচ ইয়াবা সহ সেলিম হোসেন নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
আজ সোমবার দুপুরে সদর উপজেলার চক বৈদ্যনাথ নুরু পাড়া মহল্লা থেকে ইয়াবা সহ তাকে আটক করা হয়েছে। আটক সেলিম ওই এলাকার বাবা আব্দুস সাত্তারের ছেলে। গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ পরিদর্শক মিঠুন সরকার জানান, শহরের চক বৈদ্যনাথ নুরুপাড়া এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে নুরুপাড়া এলাকায় অভিযান শুরু করা হয়।
অভিযানকালে নুরুপাড়া মহল্লার আব্দুস সাত্তারের ছেলে সেলিম হোসেন পুলিশের উপস্থিতি বুঝতে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ডিবি পুলিশ সদস্যরা তার পিছু নিয়ে ধরে ফেলে। এসময় তার দেহ তল্লাশী করে ৫শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং তাকে আটক করা হয়। পরে আটককৃত সেলিমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়।