নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ৫০ কেজি গাঁজা ও একটি ট্রাক সহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকালে নাটোর শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা কমিল্লার চোদ্দগ্রাম থানার বসন্তপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে লুৎফর রহমান ও একই থানার কোমাল্লা গ্রামের আব্দুল মজিদের ছেলে কামাল হোসেন।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিদর্শক তাইজুল ইসলাম ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় অভিযান চালায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। অভিযানকালে কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জ গামী একটি ট্রাকে তল্লাশী করা হয়। তল্লাশীকে ট্রাকে থাকা প্লাস্টিকের ১০ টি ক্যারেটের ভিতর থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার ও ট্রাক সহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের নাটোর সদর থানায় সোপর্দ করা হয়েছে।