নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ৫২ কেজি গাঁজা ও একটি মিনি ট্রাকসহ দুই নারী মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার নাটোর সদর উপজেলার তেলকুপি গ্রাম থেকে তাদের আটক করে নলডাঙ্গা থানা পুলিশ। আটককৃতরা হল সদর উপজেলার তেলকুপি গ্রামের আমির আলীর মেয়ে নীলা বেগম ও সুমন প্রামানিকের মেয়ে সোনালী বেগম। পরে আটককৃতদের পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করা হয়।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন লালমনিরহাট থেকে একটি মিনি ট্রাকে করে গাঁজার চালান নাটোরের নলডাঙ্গা থানা এলাকায় ঢুকছে। এমন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা থানা পুলিশের একটি অপারেশন টিম বিভিন্ন সড়কে চেকপোস্ট বসায়। ট্রাকটি নলডাঙ্গা উপজেলা কালীগঞ্জ বাজারে এলে পুলিশ দেখে ট্রাকটি সদর উপজেলার তেলকুপি গ্রামের সাগর মোল্লার বাড়িতে রেখে চালক পালিয়ে যায়। পরে পুলিশ সেখানে গিয়ে ট্রাক থেকে দুই বস্তা গাঁজা উদ্ধার করে এবং পরিবহনের কাজে নিয়োজিত ট্রাকটি আটক করে। তবে বাড়ীর মালিক সাগর মোল্লা পলাতক রয়েছে।