নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে পাঁচ রাউন্ড শর্টগানের গুলিসহ আব্দুল মান্নান নামের এক ব্যক্তিকে আটক করেছে লালপুর থানা পুলিশ।
আটককৃত আব্দুল মান্নান একই উপজেলার বিলমাড়ীয়া গ্রামের মোঃ মকবুল হোসেনের ছেলে। পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১১ টার দিকে বিলমাড়িয়ার কামারের মোড় এলাকায় অস্ত্র কেনা বেচার প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় লালপুর থানা পুলিশ। এসময় মান্নানকে আটক করে তার দেহে তল্লাশি চালিয়ে পাঁচ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করে পুলিশ। লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে লালপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে এবং আটক মান্নানকে মঙ্গলবারে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।