ডেস্ক নিউজ
সরকারী নির্দেশনা অনুয়ায়ী স্বাস্থ্যবিধি মেনে নাটোরের সকল দোকানপাট খুলেছে। লকডাউনের ৬ দিন পর আজ শুক্রবার সকাল থেকেই শহরের উত্তরা সুপার মার্কেট, মসজিদ মার্কেট, মন্দির মার্কেট, সাদেক কমপ্লেক্সসহ বিভিন্ন মার্কেটসহ দোকানপাট খুলে ব্যবসায়ীরা। প্রত্যেক দোকানে আগত ক্রেতাদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা রেখেছে দোকানীরা। এছাড়া মাস্ক পরার পাশাপাশি দোকানের সামনে ভিড় না করতে নির্দেশনা দিচ্ছেন তারা। তবে শুক্রবার হওয়ার কারণে ক্রেতাদের উপস্থিতি কম দেখা গেছে। রমজানের আগে সরকারের এই সিদ্ধান্তে ব্যবসায়ীসহ সকলেই উপকৃত হবে বলে জানান তারা। তারা দাবি করেছেন, সরকারি সকল নির্দেশনা মেনে স্বাস্থ্যবিধি অনুসরণ করেই তারা দোকানপাট পরিচালনা করবেন। জেলা প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকেও মনিটরিং জোরদার করা হয়েছে যাতে সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলেন।