নিজস্ব প্রতিবেদক:
বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে ৭দিন ব্যাপি বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার বেলা ১২ টার দিকে বন বিভাগ ও জেলা প্রশাসকের আয়োজনে চকবৈদ্যনাথ এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বনবেলঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাছুদুর রহমান। মেলা উদ্বোধন শেষে ষ্টোল পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী বন সংরক্ষক মেহেদী জামান, রেঞ্জ অফিসার মিজানূর রহমান সহ বিভিন্ন স্কুল ও রোভার দলের শিক্ষার্থী ও নার্সারী মালিকরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, জনসাধারণের মধ্যে বৃক্ষ রোপণে আগ্রহ সৃষ্টি ও গাছের চারাসহ প্রয়োজনীয় কৃষি সরঞ্জাম সহজলভ্য করে তোলার জন্য বন বিভাগের আয়োজনে রাজধানীতে প্রথম বৃক্ষমেলা শুরু হয়েছিল ১৯৯৪ সালে। প্রথম মেলাতেই ব্যাপক জনসমাগম হওয়ায় পরের বছর থেকে পর্যায়ক্রমে সারা দেশে বৃক্ষমেলার আয়োজন শুরু হয়। জুন থেকে আগস্ট পর্যন্ত বর্ষা মৌসুমে দেশের প্রতিটি বিভাগ ও জেলা পর্যায়ে এমনকি অনেক উপজেলা পর্যায়েও সরকারি ব্যবস্থাপনায় বৃক্ষমেলা আয়োজিত হয়। এবার রাজনৈতিক অবস্থা খারাপ হওয়ার জন্য নাটোরে ১৩ ই অক্টোবর বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। উল্লেখ্য মেলায় ২০ টি ষ্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে মেলা।