নাটোর প্রতিনিধি: বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে নাটোরে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আজ সোমবার সকালে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এক মিনিট নীরবতা পালন ,দোয়া মোনাজাত শেষে কেক কাটা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সৈয়দ মোর্তুজা আলী বাবলু, সহসভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা ছাত্র লীগের সভাপতি রাকিবুল ইসলাম জেমস, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা।