তৃণমুল থেকে ক্রিকেটার তৈরীর লক্ষ্য নিয়ে নাটোরে ৮টি স্কুল নিয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং নাটোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সোমবার স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরি স্টেডিয়ামে বঙ্গবন্ধু ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল, প্রাইম ব্যাংকের নাটোর শাখার ম্যানেজার ওবায়দুল হক মিলন, ক্রিকেট কোচ মোস্তাফিজুর রহমান টুলু সহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে ৫০ ওভারের খেলায় নাটোর মহারাজা জেএন উচ্চ বিদ্যালয়ের মুখোমুখি হয় বাকসোর ইসলামীয়া দাখিল মাদ্রাসা।