নিজস্ব প্রতিবেদক:
নাটোরে 7t1Communication-এর কর্মচারীবৃন্দকে ঈদের বোনাসসহ বেতন প্রদান করেছে কতৃপক্ষ। আজ মঙ্গলবার দুপুরে শহরের ফৌজদারী পাড়া এলাকায় 7t1 Communication এর নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠানের ফাইনান্স ডিরেক্টর মেজবা উদ্দিন তালুকদার অভি প্রতিষ্ঠানের সকল কর্মচারীদের ঈদ বোনাস সহ বেতন ভাতা প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের একাউন্ট ডিরেক্টর অচিন্ত্য কুমার ঘোষ,ব্রান্ডিং ডিরেক্টর জুবায়ের তানিম, মার্কেটিং ডিরেক্টর ফরিদ দেওয়ান, সিস্টেম এডমিন রাকেশ কুমার পাল।
মেজবা উদ্দিন অভি জানান, প্রতিষ্ঠানের ম্যানেজং ডিরেক্টর নাফিউর রহমান উৎপলের অনুমতিতে এবং সকল কর্মচারীদের ঈদ আনন্দ উদযাপনের লক্ষ্যে তাদের ঈদের বোনাস সহ বেতন পরিশোধ করা হয়। তিনি আরো বলেন, একজন কর্মচারীর ঐকান্তিক পরিশ্রমের ফলেই একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। কোন কর্মচারীকে ফাঁকি দিয়ে বা তাদের পরিশ্রমের মুল্য না দিলে সেই প্রতিষ্ঠানের কোন উন্নয়ন হয়না। সেই লক্ষ্যেই ঈদে সকল কর্মচারীদের বোনাস সহ বেতন পরিশোধ করা হল।